Mahisasurmardini

‘মহিষাসুরমর্দ্দিনী’র জন্মস্থান কলকাতার পুরনো বেতার কেন্দ্র, হারিয়ে যাওয়া হেরিটেজের খোঁজে

১৯৩৭, মহালয়ার ভোর চারটেয় প্রথম বার রেডিয়োতে বেজে ওঠে ‘মহিষাসুরমর্দ্দিনী’। তার আগেও অনুষ্ঠান হয়েছে। কখনও ‘শারদীয় বন্দনা’, কখনও ‘মহিষাসুর বধ’ নামে, ষষ্ঠীর ভোরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮
Advertisement

গার্স্টিন প্লেসে গিয়ে সেই বাড়িটার খোঁজ পাওয়া যায় না। কিন্তু কোনও স্মৃতিচিহ্নই কি নেই?

Advertisement

২ নম্বর গার্স্টিন প্লেসের নিরাপত্তাকর্মী অরুণকুমার সিংহ বলেন, ‘আর কুছু নাহি’। পুরনো ভবন ভেঙে ফেলা হয়েছে সেই কবে। অরুণজি-র হিসাবে, ‘পঁচিস বরস আগে’।

আজ, কী আছে সেখানে? পুরনো বেতার কেন্দ্রের জায়গায় তৈরি হয়েছে বহুতল। ১ থেকে ৩ গার্স্টিন প্লেস, সব ক’টাই নতুন ইমারত। সেই আমলের স্মৃতি আগলে এখনও আছে ৪ নম্বর বাড়িটা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement