এক দশক আগেও, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ডাক দিত আরএসএস। এক দশকে বহু সঙ্ঘ ভেঙে যায়, গিয়েছেও। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ যদিও নিজস্ব দর্শনে থিতু থেকেই পৌঁছেছে শতবর্ষে। তবে সঙ্ঘের ধারণাতেও এসেছে বদল। নির্মাণ থেকে এখন শাশ্বত হিন্দু রাষ্ট্রের দাবি সঙ্ঘের। এই বয়ানের নেপথ্য বার্তা ঠিক কী?