শেষমেশ সেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমানোর পথেই ভারত। পিটিআই-এর খবর, মুকেশ অম্বানীর রিল্যায়ান্স এবং আরও দু’টি রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার পথে। ২০২৫-এর প্রথমার্ধে প্রায় ১৮ লক্ষ ব্যারেল রুশ তেল আমদানি করে ভারত। তার অর্ধেকই ছিল এই তিন সংস্থার বরাত। তবে পরিমাণে কমলেও, ভারতের বাজার থেকে রাশিয়ার তেল কিন্তু একেবারে হাওয়া হয়ে যাচ্ছে না।