Saiyaara

কেউ লুটোচ্ছেন মাটিতে, কেউ কাঁদছেন হাপুস নয়নে— ‘সৈয়ারা’ কতটা মন ছুঁয়েছে জেন জ়ি-দের

মোহিত সুরির ‘সৈয়ারা’। নতুন যুগের প্রেমের ছবি। দুই প্রধান চরিত্রে অহান পাণ্ডে ও অনীত পড্ডা। প্রথম ১২ দিনেই বক্স অফিসে ২৬০ কোটির ব্যবসা। এই ছবি ঘিরে কেন এমন উন্মাদনা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৬:২৯
Advertisement

২০১৩ সালে হিন্দি ছবি ‘আশিকী ২’। এক যুগ পর সেই আবেগ ফিরিয়েছে ‘সৈয়ারা’। দাবি করছেন দর্শকেরাই। একবার দেখেও অনেকের আশ মিটছে না। কেউ আবার বলছেন সবটাই সমাজমাধ্যমের প্রচার।

Advertisement

ছবির সবটা জুড়ে শুধুই এক রাগী নায়কের সঙ্গে নরম স্বভাবের নায়িকার চুটিয়ে প্রেমের গল্প। ভালবাসার মানুষের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়া। তবে এ তো বলিউডে নতুন নয়। তবে কোন ম্যাজিকে জেন জ়ি-র মন ছুঁয়েছে ‘সৈয়ারা’— খোঁজ নিল আনন্দবাজার ডট কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement