বাংলা ভাষা উচ্চারিত হলে এক কালে নিকানো উঠোনে ঝরে পড়ত রৌদ্র। এখন লাঠি উঁচিয়ে তেড়ে আসে ভিন্-রাজ্যের পুলিশ। কেটে দেওয়া হয় জল-বিদ্যুতের সংযোগ। দিল্লি পুলিশের কাছে বাংলা না কি ‘বাংলাদেশি ভাষা’! বিজেপি নেতা অমিত মালবীয় আবার মনে করেন— বাংলা ভাষা বলে কিছু হয়ই না। বাংলা ভাষাকে অপমান আদতে ঐতিহ্যকেই অস্বীকার করা, বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।