SIR

২৬ বছর পর হাবড়ার বৃদ্ধ দম্পতির হারানো ছেলের খোঁজ, সৌজন্যে চর্চিত এসআইআর

২৬ বছর পর নিখোঁজ ছেলের সন্ধান। হাসি ফুটল হাবড়ার প্রশান্ত আর সান্ত্বনা দত্তের মুখে। সৌজন্যে বহুল চর্চিত এসআইআর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ২০:৩১
Advertisement

এসআইআর প্রক্রিয়ায় চলাকালীন খোঁজ মিলল ২৬ বছর আগে হারিয়ে যাওয়া এক যুবকের। হাসি ফুটল হাবড়ার প্রশান্ত আর সান্ত্বনা দত্তের মুখে। ১৯৯৯ সালে ব্যবসার ক্ষতির চাপে অন্ধকারে ডুবে বাড়ি ছেড়ে চলে যান তরুণ দত্ত। তিন মেয়ে আর বৃদ্ধ বাবা–মা বছরের পর বছর খুঁজেছেন— স্টেশন, হাসপাতাল, আত্মীয়স্বজন, সব দরজায় কড়া নেড়েছেন। শুধু ছেলের পুরোনো ভোটার কার্ডটা সযত্নে রেখে দিয়েছিলেন বুকের কাছে, যেন একমাত্র স্মৃতি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভিডিয়ো কলে তরুণ দত্তের সঙ্গে তাঁর বাবা-মা ও বোনদের দেখা। আবেগে ভেসে ওঠেন সকলেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement