প্রথম পর্বে বিহার। দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ-সহ দেশের বারো রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে এসআইআর। সংবিধানের ৩২৬ ধারা অনুযায়ী ভারতের নাগরিক, ন্যূনতম বয়স আঠারো এবং বিধানসভার স্থায়ী বাসিন্দা, এমন ব্যক্তিদের ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে রাজ্যে চলছে বিশেষ ও নিবিড় সংশোধনী। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ২ লক্ষের কাছাকাছি ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছোনো বাকি। নির্বাচন কমিশনের তরফে আর্জি, যারা এনুমারেশন ফর্ম এখনও পাননি, হোয়াটসঅ্যাপ করুন। ভোটার আইডি কার্ডের ছবি দিয়ে আবেদন করলেই এনুমারেশন ফর্ম পেয়ে যাবেন। প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ফর্ম পূরণ না করলে ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম। তবে ছাড় রয়েছে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে।