বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়, এনুমারেশন ফর্ম পূরণ না করলেও কাদের নাম কাটা যাবে না?

এসআইআর প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ফর্ম পূরণ না করলে ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম। তবে ছাড় রয়েছে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৩
Advertisement

প্রথম পর্বে বিহার। দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ-সহ দেশের বারো রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে এসআইআর। সংবিধানের ৩২৬ ধারা অনুযায়ী ভারতের নাগরিক, ন্যূনতম বয়স আঠারো এবং বিধানসভার স্থায়ী বাসিন্দা, এমন ব্যক্তিদের ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে রাজ্যে চলছে বিশেষ ও নিবিড় সংশোধনী। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ২ লক্ষের কাছাকাছি ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছোনো বাকি। নির্বাচন কমিশনের তরফে আর্জি, যারা এনুমারেশন ফর্ম এখনও পাননি, হোয়াটসঅ্যাপ করুন। ভোটার আইডি কার্ডের ছবি দিয়ে আবেদন করলেই এনুমারেশন ফর্ম পেয়ে যাবেন। প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ফর্ম পূরণ না করলে ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম। তবে ছাড় রয়েছে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement