পর পর দুদিন পথে নামলেন। লিখিত পরীক্ষায় ফুল মার্কস পেয়ে ইন্টারভিউতে ডাক পাননি নতুনেরা। তাঁদের অভিযোগ পুরোনোদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হয়েছে। সেই কারণে মেধাতালিকায় জায়গা পাননি বহু নতুন পরীক্ষার্থী। অন্য দিকে ‘যোগ্য’ শিক্ষকদের দাবি, এই নম্বর বৈধ। কিন্তু শূন্যপদ না বাড়ালে বহু ‘যোগ্য’ শিক্ষক চাকরি ফেরত পাবেন না।