দেশের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, ডিপো-সহ জনবহুল একাধিক জায়গা থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পথকুকুরদের রাখতে হবে আশ্রয়কেন্দ্রে। দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। বিপুল সংখ্যক পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে রাখতে কতটা প্রস্তুত কলকাতা পুরসভা?