Chinese Shoe Store

১৫ সাইজ়ের জুতো কোথায় পাওয়া যায়? কারা পরেন এই জুতো— খুঁজে দেখল আনন্দবাজার ডট কম

নেই রমরমা। আছে সুখ্যাতি আর ঐতিহ্য। কলকাতার মানুষ আজও এই সব চিনা দোকানে উঁকিঝুকি মারেন। সস্তা, টেকসই, আরামের জুতো খোঁজেন। পনেরো সাইজ়ের জুতোর খোঁজ এখানেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৭:৫৮
Advertisement

আপনার পায়ের মাপ যদি হয় ১৫! তা হলে কী করবেন? সাধারণত জুতোর মাপ মেরেকেটে ৯-১০। ১৫ হলে, কিনবেন কোথা থেকে?

Advertisement

কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট। মধ্য কলকাতার প্রথম চিনাপাড়া। লালবাজার লাগোয়া টেরিট্টি বাজার-চাঁদনি চক এলাকা। চিনা মন্দির থেকে শুরু করে চিনা খাবার, চিনা জুতো— সবেরই ঠিকানা।

সে রকমই বেন্টিঙ্ক স্ট্রিটের এক পাশ ধরে সার দিয়ে চিনাদের জুতোর দোকান। আনন্দবাজার ডট কমের গন্তব্য— সেন ফো অ্যান্ড কোং।


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement