বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনী প্রচারে সে ছাপ ছিল স্পষ্ট। তৃণমূলের পাল্টা প্রচার চলে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। বাঙালি ও বহিরাগত তত্ত্বে সে বার বাঁধা হয় নির্বাচনের বয়ান। এখন, বিরোধীদের যুক্তি বাংলায় আসন্ন ভোটের জন্যই সংসদে ‘বন্দে মাতরম’ বিতর্কের সূত্রপাত। তবে ‘বঙ্কিমদা’ বিতর্কে কি ভোটের খাতায় নম্বর উঠবে?