ছোট থেকেই হিরো হতে চেয়েছিলেন দিব্যজ্যোতি। প্রথম ধারাবাহিকেই জনপ্রিয়। ‘জয়ী’, ‘চুনী-পান্না’, ‘দেশের মাটি’, ‘অনুরাগের ছোঁয়া’ পর পর ধারবাহিকে কাজ করার পর এবার পা রাখলেন বড়পর্দায়। মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। যেখানে চৈতন্যের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অভিনয়ের শুরুটা কেমন ছিল নায়কের? কীভাবে নিজেকে তৈরি করলেন এই চরিত্রের জন্য! চৈতন্যের চরিত্রে অভিনয় করা কতটা কঠিন! উত্তর দিলেন দিব্যজ্যোতি।