মায়েরা কখনও বন্ধু হতে পারেনা, দুইয়ের মাঝে সূক্ষ্ম লাইন থাকা প্রয়োজন: কোয়েল
সংসার, সন্তান সামলে ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। দুই খুদে সদস্যের জন্য মন পড়ে থাকে বাড়িতেই । মাতৃত্বের খুঁটিনাটি থেকে ইন্ডাস্ট্রির সফর নিয়ে আড্ডায় কোয়েল মল্লিক।
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৯:২৯
Advertisement
কোয়েল মল্লিক, টলিগঞ্জ-এর রানী বলেই পরিচিত তিনি। প্রায় পঁচিশ বছর কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। দুই সন্তানকে নিয়েই নিসপাল সিং রানের সঙ্গে হেসেখেলে সংসার করছেন। দ্বিতীয় সন্তান কাব্য, বয়স সবে পাঁচ মাস, এরই মধ্যে স্বমহিমায় কাজে ফিরলেন কোয়েল মল্লিক।