দুর্গাপুজো মানে এখন শুধুই উদ্বোধন, পুজো পরিক্রমা। তারই ফাঁকে মায়ের সঙ্গে সময় কাটে রুক্মিণী মৈত্রের। দিল্লিতে দাদার কাছে পুজোর শেষ কয়েকদিন কাটান তিনি। কখনও পরিবার নিয়ে দাদা উড়ে আসেন কলকাতায়। এছাড়া অবশ্যই বন্ধুদের সঙ্গে আড্ডা আর বাড়িতে ঘুমোনো।