শহর জুড়ে শীতের মরশুম। ডিসেম্বর মানেই যেন উৎসবের আবহ। ক্রিসমাস, কেক, আর আলো ঝলমলে পার্কস্ট্রিট। সেই রাস্তায় শীতের মিঠে রোদ গায়ে মেখে হাজির স্বস্তিকা। প্রফেসর বিদ্যা ব্যানার্জি হয়ে সদ্য ছোট পর্দায় ফিরেছেন। মুক্তির অপেক্ষায় তাঁর ওয়েব সিরিজ় ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’। আগামি বছরের শুরুতে মুক্তি পাবে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ফেস্টিভ মুডে পার্কস্ট্রিটে ঘুরে সব নিয়ে আড্ডা দিলেন স্বস্তিকা।