চিত্রনাট্যকার হিসেবে ধারাবাহিক, বিজ্ঞাপনী ছবিতে কাজ শুরু। সেই থেকেই মিউজিক ভিডিয়ো পরিচালনা এবং সহকারী পরিচালক হিসাবে কাজের সুযোগ। এরপর মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে জিৎ, দেব, আবীর, সোহম, অঙ্কুশ, প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গে কাজ করেছেন টলিউডের ‘মশালা’ ছবির অন্যতম পরিচলক রাজা চন্দ। রিমেক নিয়ে নানা বিতর্ক চলতেই পারে, তবে তিনি তাঁর বক্তব্যে অবিচল। অন্য ধারার ছবি তৈরি করার পর, ওয়েব সিরিজ়েও হাত পাকিয়েছেন পরিচালক। ‘বিভীষণ’-এ আবারও নতুন জুটি সোহম-দেবচন্দ্রিমাকে নিয়ে কাজ করলেন।