শিশুদের মনের কথা বোঝা বেশ কঠিন, আর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কথা বুঝতে গেলে আলাদা করে প্রশিক্ষিত না হলে সমস্যা। অনেক ক্ষেত্রেই তাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতে ব্যস্ত থাকেন মানুষ। এই শিশুদের মনের কথা বুঝেছেন যে সব পরিচালকেরা তাঁদের ছবিতে ধরা পড়েছে এক অন্য আকাশ।