বিনোদের বাবা-মায়ের আলাপ সার্কাসেই। বিনোদও সার্কাসের বাঙালি সহশিল্পীর প্রেমে পড়েন। তাঁর সঙ্গে সংসারও পাতেন। ট্রাপিজ়ের দক্ষ খেলুড়ে এখন ‘ফ্লাইং মাস্টার’। তবে ছেলেমেয়ে সার্কাসে আসুক, চান না বিনোদ। সন্তানদের জন্য অন্য আকাশের স্বপ্ন দেখেন ‘উড়ন্ত মানুষ’।