খুবই তেলতেলে ব্যাপার। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তি দিয়েছিলেন ট্রাম্প। এখন আমেরিকার প্রেসিডেন্ট বলছেন, ‘বন্ধু’ মোদী তাঁকে রুশ তেল না কেনার ব্যাপারে আশ্বস্ত করেছেন। ভারত কি মস্কো থেকে তেল আমদানি বন্ধ করবে? ট্রাম্পের দাবির পর কী বলছেন বিরোধী দলগুলো?