মুহাম্মদ আল জওলানি এখন সিরিয়ার প্রেসিডেন্ট। যে জওলানি কিছু দিন আগেও আমেরিকার চোখে একজন জঙ্গি নেতা হিসাবেই পরিচিত ছিলেন। বাসার আল আদাসের বিরুদ্ধ শিবিরের মাথা। আসাদ সরকারের পতন হয় ২০২৪ সালের ডিসেম্বরে। আল জওলানি সিরিয়ার ক্ষমতা দখল করেন। ছ’মাসের মধ্যে একেবারে উলটপুরাণ!