শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নেপাল। গণরোষ। ক্ষমতাকে চ্যালেঞ্জ তরুণ প্রজন্মের। বেকারত্ব, অর্থনীতির সংকটে জমতে থাকা ক্ষোভ। সামাজিক মাধ্যমে কোপ পড়তেই ঘটল বিস্ফোরণ। ক্ষমতার আসন গেল নড়ে। দ্রোহের সেই মুহূর্তে তৈরি হল না-ভোলা বহু দৃশ্য। দেখল গোটা বিশ্ব।