সংসদে বাজেট পেশ করার আগে নর্থ ব্লকে তৈরি হয় হালুয়া। অর্থমন্ত্রী, মন্ত্রকের প্রতিমন্ত্রী-সহ সহযোগী কম করে ৬০ থেকে ৭০ জন কর্তাব্যক্তি এই অনুষ্ঠানে অংশ নেন। এক হাড়ি হালুয়া রান্নার পর অর্থমন্ত্রী প্রথম সেই হালুয়া খান এবং তা নিজের অফিসারদের খাওয়ান। এই ভাবেই শুরু হয় বাজেট।