হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর ট্রাম্প প্রশাসনের প্রথম কোপ পড়ে এপ্রিলে। দু’দফায় প্রায় আড়াইশো কোটি ডলারের অনুদান বন্ধ করে ট্রাম্প প্রশাসন। শুধু তা-ই নয়, ট্রাম্প দ্বিতীয় বার মসনদে বসার পর বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা কেড়ে নেন। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এ বার বিদেশি পড়ুয়াদের পড়াশোনায় নিষেধাজ্ঞা, শর্ত চাপাল ট্রাম্প প্রশাসন। পাল্টা মামলা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।