নিভে গেল নকশালপন্থী আন্দোলনের শেষ আগুন, প্রয়াত আজিজুল হক, মেডিকেল কলেজে দেহদান
১৭ বছর বয়স থেকে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য। সাবালক হওয়ার আগেই হাওড়ার জমিদার পরিবারের ছেলে সাম্রাজ্যের লোভ বর্জন করে হেঁটেছেন সাম্যবাদী পথে। অনুসরণ করেছেন চারু মজুমদারকে। আজিজুল হক বিশ্বাস করতেন ভারতে বিপ্লব সম্ভব।