পাকিস্তানকে কী ভাবে পহেলগাঁও কাণ্ডের জবাব দেবে ভারত? ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি সেনাবাহিনীর উপরেই সে সিদ্ধান্ত ছেড়েছেন। এ দিকে দেশ জুড়ে যুদ্ধের জিগির। উত্তেজনা ভারত-পাক সীমান্তেও। পুরোদস্তুর যুদ্ধ লাগবে কিনা তা নিশ্চিত নয়। তবে নিয়ন্ত্রণরেখার গ্রামগুলো ভারত-পাক সামরিক সংঘাতের আশঙ্কায় কোমর বাঁধতে শুরু করেছে।