১৩ বছরের সংসার ফেলে ফ্রান্স থেকে চিনে পাড়ি, দুই পান্ডাকে বিদায় জানাতে ভিড় চিড়িয়াখানায়
১৩ বছর বোভাল চিড়িয়াখানাতেই ঘর সংসার দুই পান্ডার। চিকিৎসার জন্য তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৪:১৮
Advertisement
২০১২ সালে চিন থেকে ফ্রান্সে আসে হুয়ান হুয়ান ও ইউয়ান জি। তারপর ১৩ বছর বোভাল চিড়িয়াখানাতেই তাদের ঘর সংসার। কিডনির অসুখ মেয়ে পান্ডাটির। তাই চিকিৎসার জন্য ফের চিনে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হুয়ান হুয়ানকে, সঙ্গী ইউয়ান জি।