অরূপ বিশ্বাসকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাজধর্ম পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন কেউ কেউ। বার্তা দিয়েছেন পুলিশকেও। অন্য মত, ভোটের মুখে জনরোষ প্রশমিত করতে ও ক্ষত মেরামতে কৌশলী রাজনীতি মমতার। কার দোষ, কার দায়? প্রশ্ন, পাল্টা প্রশ্ন জারি। সমানে চলছে রাজনীতি। মেসি কলকাতায় কিছুক্ষণ থেকেই ফিরলেন বটে! তবে ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে তিনি আপাতত ফিরছেন না।