রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া মহার্ঘভাতা নিয়ে টানাপড়েন অব্যাহত।১৬ মে রাজ্যকে বকেয়া ডিএ-র পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। টাকার অঙ্কে যা প্রায় ১০হাজার ৪০০ কোটি। ২০০৯ থেকে ২০১৯। এই দশ বছরের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে রাজ্যকে সময়সীমা বেঁধে দেয় সুপ্রিমকোর্ট। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে।