কলকাতার কোন কোন এলাকায় জ্যোতি ঘুরেছিলেন তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চাইলে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত লালবাজার। ইতিমধ্যে জ্যোতির বাড়ি থেকে হরিয়ানা পুলিশ একটি ডায়রি উদ্ধার করেছে। তাতে তাঁর বিভিন্ন সফরের পাশাপাশি পাকিস্তান সফর নিয়েও লেখা রয়েছে। জ্যোতিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।