এই একটা নথিতে যা যা লেখা ছিল তা মেনে চললেই এড়ানো যেত যুবভারতী কেলেঙ্কারি। আনন্দবাজার ডট কম-এর হাতে এল যুবভারতীতে শনিবারের অনুষ্ঠানের রান অর্ডার বা অনুষ্ঠানসূচি। কী রয়েছে সেই সূচিতে? যুবভারতীর সবুজ ঘাসে সে দিন মেসি ঠিক কী কী করতে পারলেন না, বা করতে দেওয়া হল না— সেই সব আছে ওই দু’পাতার সূচিতে।