বয়স প্রায় ৫০০০ বছর। জেরুসালেমকে পবিত্র বলে মানেন ইহুদি, মুসলমান, খ্রিস্টান তিন সম্প্রদায়ের মানুষই। সেই শহরকে ঘিরেই দীর্ঘ পাঁচ দশকের দ্বন্দ্ব ইজ়রায়েল-পাকিস্তানে। দ্বন্দ্বের নেপথ্যে রাজনীতির পাশাপাশি রয়েছে ধর্মীয় উপকথাও। কেন জেরুসালেম নিয়ে ইজ়রায়েল, প্যালেস্টাইনের লড়াই? কবে, কী ভাবে শুরু হয় সেই দ্বন্দ্ব?