Jalebi

জিলিপির প্যাঁচে পড়তে রাজি বাঙালি, রথের সঙ্গে কী যোগাযোগ এই মিষ্টির? খুঁজে দেখল আনন্দবাজার ডট কম

রথ আর জিলিপির মাখোমাখো সম্পর্ক। নেহাত কাকতালীয়! না কি আছে সাংস্কৃতিক কোনও যোগাযোগ?

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৫:৪৯
Advertisement

জিলিপি— যার প্য়াঁচে পড়তে বাঙালির কোনও সমস্য়া নেই। সারা বছরই পাওয়া যায়। যে কোনও সময় খাওয়া যায়। তবে, রথের মেলার সঙ্গে জড়িয়ে বাঙালির জিলিপি-প্রীতি। পাকেচক্রে যোগাযোগ নয়, আছে বৈদিক সূত্র থেকে সাংস্কৃতিক কারণও। জগন্নাথদেবকে প্রসাদ নিবেদন, রথ আর জিলিপিকে জুড়ে রেখেছে এই বাংলারই এক জেলা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement