পশ্চিমবঙ্গে শেষ বার ছাত্রসংসদ নির্বাচন হয় ২০১৭ সালে। তার পর আট বছর! রাজ্যের তিরিশের উপর বিশ্ববিদ্যালয় এবং কম করে আড়াই হাজার কলেজের কোথাও ছাত্রদের কোনও ভোট হয়নি। রাজনৈতিক দল কলেজে ক্যাম্পাসভিত্তিক ইউনিট তৈরি করে। সেই ইউনিট একটি নির্দিষ্ট সংখ্যার অনুপাতে প্রতিনিধি ঠিক করে। এর পর নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়া। এই অনুশীলন পশ্চিমবঙ্গের ক্যাম্পাস থেকে উধাও প্রায় এক দশক। আর যার ফল শিক্ষাপ্রতিষ্ঠানে গুন্ডামি, দাদাগিরি, তোলাবাজি, র্যাগিং এবং গণধর্ষণের মতো ঘটনা।