পশ্চিমবঙ্গের নিজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। দ্বিতীয় বৃহত্তম আয় হয় আবগারি দফতর থেকে। প্রধানত, মদ বিক্রি করে। গত বছর এই খাতে আয়ের লক্ষ্যমাত্র পূরণ করতে পারেনি রাজ্য। ঘাটতি ছিল ১,৪০০ কোটি টাকা। সরকারের আশা, চলতি বছরে এই খাতে আয় বেড়ে হতে পারে ২২ হাজার ৫০০ কোটি টাকা। দাম বৃদ্ধির ফলে বিক্রি প্রভাবিত না হলে আয় আরও বাড়বে বলেই মনে করছে নবান্ন।