ভোটের বিহারে বদলেছে রাজনীতির সমীকরণ, বদলাবে কি বন্ধ কারখানার ছবি
একদিকে এনডিএ, অন্যদিকে মহাগঠবন্ধন। দড়ি টানাটানির মাঝে বিহারের জনতা চাইছে খুলুক কারখানা, আসুক চাকরি।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:০৬
Advertisement
বিহারে নির্বাচন। ভোট সমীকরণে আটকে রাজনৈতিক দলগুলো। ভোটের হাওয়ার বদলেছে বিহারের রাজনীতির অঙ্কও। বদলায়নি মুজ়ফ্ফরপুর থেকে ৩২ কিলোমিটার দূরে বন্ধ চিনির মিলের ছবি। মোতিপুরে কি খুলবে কারখানার দরজা?