viral video

রাস্তা থেকে স্কুটার নিয়ে ‘টেস্ট ড্রাইভে’ গেল শিবের বাহন! ডেটে যাওয়ার প্রস্তুতি, বলল সমাজমাধ্যম

চমকে দেওয়ার মতো একটি দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা গিয়েছে, একটি বিশাল আকারের ষাঁড় হঠাৎ করে রাস্তায় দাঁড় করানো স্কুটার ঠেলে নিয়ে পালাচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১২:৩৮
A bull is seen stealing a parked scooter

ছবি: সংগৃহীত।

এ চোর যে-সে চোর নয়। চতুষ্পদ চোর। রাস্তা দিয়ে হেঁটে এসে স্কুটার ‘চুরি’ করে পালাল শিবের বাহন। প্রায়শই রাস্তায় দু’টি ষাঁড়ের লড়াই করার দৃশ্য চোখ পড়ে। আবার কখনও আচমকাই পথচারীদের আক্রমণ করে বসে খ্যাপা প্রাণীগুলি। তার চেয়েও চমকে দেওয়ার মতো একটি দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা গিয়েছে, একটি বিশাল আকারের ষাঁড় হঠাৎ করে রাস্তায় দাঁড় করানো স্কুটার ঠেলে নিয়ে পালাচ্ছে। সমাজমাধ্যমে সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে কালো রঙের একটি ষাঁড় ঘুরতে ঘুরতে এসে একটি স্কুটারের উপর দু’পা দিয়ে উঠে পড়ল। অদ্ভুত কায়দায় সেটিকে ‘চালিয়ে’ নিয়ে এগোতে থাকল ষাঁড়টি। প্রাণীটি গাড়িটিকে ১০০ মিটার নীচে ঠেলে নিয়ে ছেড়ে দিল। ‘আস্কভূপি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করে বলা হয়েছে যে এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হৃষীকেশে। ভিডিয়োয় পোস্টদাতা লিখেছেন, ‘‘আপনারা নিশ্চয়ই অনেক বার চোরদের স্কুটার চুরি করতে দেখেছেন। কিন্তু হৃষীকেশে স্কুটার চুরির ঘটনাটি ভিন্ন। এখানে রাস্তায় ঘুরে বেড়ানো ষাঁড়গুলিও বাইক এবং স্কুটার চড়তে পছন্দ করে।’’ ভিডিয়োর শেষে দেখা গিয়েছে, ষাঁড়টি পায়ের সাহায্যেই স্কুটারটি বেশ জোরে চালিয়ে কিছু দূর এগিয়ে সেটি থেকে নেমে পড়ল। কিছু ক্ষণ দাঁড়িয়ে থেকে প্রাণীটি গুটি গুটি অন্য দিকে চলে গেল।

মজার এই ভিডিয়োটি ৬৬ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা নানা মজার মজার মন্তব্য করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রাণীটি ডেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।’’ আর এক জন লিখেছেন, ‘‘প্রথম বার এমন চুরি দেখলাম।’’

Advertisement
আরও পড়ুন