viral video

জ্বলন্ত ডিনামাইট চিবিয়ে ১৩ জনের প্রাণ বাঁচাল পোষ্য! পরিবারের প্রাণ রক্ষা করতে গিয়ে হারাল স্বর

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে একটি ডিনামাইট ছুড়ে দিয়ে পালিয়ে যান। বিপদ দেখে পোষা কুকুরটি তারস্বরে চিৎকার করতে থাকে। সিঁড়ি দিয়ে বার বার ওঠানামা করে ডাকতে থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৫
A Cocker Spaniel

ছবি: প্রতীকী।

প্রাণের ঝুঁকি নিয়ে মালিকের গোটা পরিবার ও তিন স্বজাতির প্রাণ বাঁচাল এক সারমেয়। মোট ১৩টি প্রাণ বাঁচিয়েও কুকুরটি নিজের স্বর হারিয়েছে চিরতরে। ডিনামাইট কামড়ে নিষ্ক্রিয় করার ফলে ভোকাল কর্ডটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে স্প্যানিয়েল ককার প্রজাতির পোষ্যটির। মালিক আদর করে যাকে ডাকে মাঞ্চিস বলে।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর এক সাংবাদিকের পোষা কুকুর এই মাঞ্চিস। স্থানীয় সাংবাদিক কার্লোস আলবার্তো মেসিয়াস জারেটের বাড়িতে সম্প্রতি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে একটি ডিনামাইট ছুড়ে দিয়ে পালিয়ে যান। সেই ঘটনারই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে রাতে কালো পোশাক পরা এক ব্যক্তি জারেটের বাড়ির সামনের উঠোনে বিস্ফোরকটি ফেলে পালিয়ে যাচ্ছেন।

বিপদ দেখে পোষা কুকুরটি তারস্বরে চিৎকার করতে থাকে। সিঁড়ি দিয়ে বার বার ওঠানামা করে ডাকতে থাকে। কেউ বেরিয়ে না আসায় কুকুরটি বাড়ির সকলের প্রাণ বাঁচানোর জন্য দাঁত দিয়ে জ্বলন্ত বিস্ফোরকটি কামড়ে ধরে। ভাগ্য ভাল থাকায় ডিনামাইটটি কুকুরটির মুখে ফেটে যায়নি। জ্বলন্ত ফিউজ় কামড়ে চিবোনোর ফলে আগুনের শিখা সম্ভবত তার মুখের ভিতরে আঘাত করেছিল।

জারাটে পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ বিস্ফোরকটি নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বম্ব স্কোয়াডের দলকে পাঠায়। এক জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। জারাটে পরে সংবাদমাধ্যমে জানিয়েছেন পোষ্যের সাহসিকতার কারণে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তাঁর পরিবার রক্ষা পেয়েছে।

Advertisement
আরও পড়ুন