viral video

জলের দানব তো নয় যেন বাড়ির পোষ্য! বিশাল কুমিরকে খাবার খাওয়ালেন অকুতোভয় প্রৌঢ়

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে হাফ প্যান্ট, জামা পরা এক প্রৌঢ় শান্ত ভাবে বিশাল সরীসৃপটিকে খাওয়াচ্ছেন যেন এটি কোনও গৃহপালিত প্রাণী। জল থেকে ধীরে ধীরে কাদাভরা জমিতে উঠে আসছে দানবাকৃতির কুমিরটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৫:৪৬
A man fearlessly feeding a gigantic crocodile

ছবি: সংগৃহীত।

খাবার খাওয়াতে গিয়ে নিজেই কুমিরের খাদ্যে পরিণত হতে পারতেন এক ব্যক্তি। জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে বিশাল একটি কুমিরকে ডেকে খাবার খাওয়াচ্ছিলেন তিনি। সেই ঘটনার দৃশ্যই ধরা পড়েছে সমাজমাধ্যমের একটি ভিডিয়োয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি এক দিকে যেমন দর্শকের মনে ভয় ধরানো অনুভূতি জাগিয়েছে, তেমনই মুগ্ধ করেছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

‘নেচার ইজ় অ্যামেজ়িং‌’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে হাফ প্যান্ট, জামা পরা এক প্রৌঢ় শান্ত ভাবে বিশাল সরীসৃপটিকে খাওয়াচ্ছেন। যেন কোনও গৃহপালিত প্রাণী। ধীরে ধীরে জল ছেড়ে কাদাভরা জমিতে উঠে আসছে দানবাকৃতির কুমিরটি। খাবারের লোভ দেখিয়ে তাকে কাছে ডাকছেন ওই ব্যক্তি। সেই ভিডিয়ো দেখে বার বারই মনে হতে পারে, এই বুঝি সেই প্রৌঢ়কে আক্রমণ করে বসবে কুমিরটি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কুমিরটির আচরণও অদ্ভুত রকমের শান্ত। বাধ্য পোষ্যের মতো খাবার খেয়ে কোনওরকম আক্রমণের ভঙ্গী না করেই খাবার খেতে থাকে প্রাণীটি। খাওয়া শেষে গুটি গুটি আবার ঘোলা জলে নিজের ডেরায় ফিরে যায় সেটি।

ভিডিয়োটি দেখে দর্শকেরা মনে করছেন, যিনি খাবার খাওয়াচ্ছিলেন তিনি সম্ভবত এক জন প্রশিক্ষিত প্রাণী সংরক্ষক। আবার কেউ কেউ মনে করছেন কুমিরটিকেও শান্ত থাকার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভাইরাল এই ভিডিয়োটিতে নানা প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়েছে। বেশির ভাগ দর্শক এই কাজকে বেপরোয়া আচরণ বলে মনে করছেন। আবার অনেকে এই ঘটনাটিকে নিছক বোকামি বলে অভিহিত করেছেন। এক জন নেটমাধ্যমে ব্যবহারকারী লিখেছেন, ‘‘একটি বিশাল আমেরিকান কুমিরকে হাতে করে খাওয়ানো প্রকৃতির এক বিশাল শক্তির সঙ্গে জুয়া খেলার সামিল।’’

Advertisement
আরও পড়ুন