viral video

পকেটে টাকা নেই, ভিডিয়োয় চমক আনতে প্যান্টে আগুন ধরিয়ে নাচলেন তরুণ! কী ঘটল তার পর?

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে সাদা গেঞ্জি, নীল জিন্‌স ও ডেনিমের জ্যাকেট পরা তরুণের এক পায়ে দাউ দাউ করে করে জ্বলছে আগুন। সেই আগুন ছড়িয়ে পড়ে অন্য পায়েও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১২:০৫
A singer set his pants on fire

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে পরিচিতি পাওয়ার মরিয়া চেষ্টা। সমাজমাধ্যমে পোস্ট করা গানের ভিডিয়োয় ভিজ়ুয়াল এফেক্টের খরচ কমাতে নিজের প্যান্টে আগুন ধরিয়ে দিলেন এক তরুণ। সেই ভুলের খেসারতও দিতে হল কিছু ক্ষণের মধ্যেই। আগুনের তাপ সহ্য করতে না পেরে ক্যামেরার সামনেই প্যান্ট খুলে ফেলতে বাধ্য হলেন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে সাদা গেঞ্জি, নীল জিন্‌স ও ডেনিমের জ্যাকেট পরা তরুণের এক পায়ে দাউ দাউ করে করে জ্বলছে আগুন। সেই আগুন ছড়িয়ে পড়ে অন্য পায়েও। ওই অবস্থাতেও তরুণ গানের সঙ্গে নাচ চালিয়ে যান। ভিডিয়োটি যাতে ঠিকঠাক ক্যামেরাবন্দি করা যায়, সেই কথা মাথায় রেখে তরুণ প্রথমে শান্ত ভাবেই সব কিছু সামাল দিচ্ছিলেন। আচমকা আগুনের পরিমাণ বেড়ে যায়। ফলে তাপ বেড়ে যায়। আগুনের তাপে বাধ্য হয়ে নাচ থামিয়ে মাটিতে গড়াগড়ি খেয়ে প্যান্ট খুলে ফেলতে বাধ্য হন তরুণ।

ভিডিয়োটি ‘ডেলি লাউড’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ৪ মে প্রকাশ্যে আসার পর এটি ৪৪ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভয়, আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘সত্যি বলতে আমরা সম্ভবত ওঁর ভিডিয়ো বা গান কখনওই শুনতাম না যদি তিনি এই কাজটি না করতেন। আমার মনে হয় ওঁর এই প্রচেষ্টা সফল হয়েছে। অন্য আর এক জন পরামর্শ দিয়েছেন, ‘‘এটা করার দরকার ছিল না। ভিডিয়ো তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারতেন।’’

Advertisement
আরও পড়ুন