viral video

গাড়ি চাপা পড়ছিলেন তরুণী, প্রাণ বাঁচালেন তরুণ, রক্ষাকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্ষোভ নেটপাড়ায়

কানে হেডফোন পরে এক তরুণী রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। রাস্তা দিয়ে দ্রুত ছুটে আসছিল গাড়ি। তাঁকে দেখে বিপরীত দিক থেকে হেঁটে আসা ড্যানিয়েল নামের ৩২ বছর বয়সি এক তরুণ দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৬:২৯
a man saving a woman from being hit by a speeding car

ছবি: সংগৃহীত।

রাস্তায় দ্রুতগামী গাড়ির সামনে পড়ে গিয়েছিলেন তরুণী। তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন এক তরুণ। প্রাণ বাঁচিয়েও তরুণের কপালে জুটল নিগ্রহ। তাঁর বিরুদ্ধে পরে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন তরুণী। এমনটাই দাবি উঠেছে কয়েকটি সংবাদমাধ্যমে। ঘটনাটি আমেরিকার লস অ্যাঞ্জেলসের বলে ভিডিয়োয় দেখানো হয়েছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়োটি বিতর্ক উস্কে দিয়েছে নেটমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কানে হেডফোন পরে এক তরুণী রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। রাস্তা দিয়ে দ্রুত ছুটে আসছিল গাড়ি। ভিডিয়োয় তাঁকে জেসিকা বলে উল্লেখ করা হয়েছে। তাঁকে দেখে বিপরীত দিক থেকে হেঁটে আসা ড্যানিয়েল নামের ৩২ বছর বয়সি এক তরুণ দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েন। তরুণীকে জাপটে ধরে নিরাপদ দূরত্বে টেনে আনেন। অল্পের জন্য গুরুতর দুর্ঘটনা থেকে রক্ষা পান তরুণী। যদিও যুবকের আকস্মিক আচরণে হতবাক হয়ে যান ওই তরুণী। বিভিন্ন অনলাইন প্রতিবেদনে দাবি করা হয়েছে তরুণী তাঁর প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ তো করেনইনি, উল্টে যুবকের বিরুদ্ধে অনুপযুক্ত শারীরিক স্পর্শের অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে যৌন হয়রানির অভিযোগও দায়ের করা হয়েছে ড্যানিয়েলের বিরুদ্ধে।

‘গোল্ডেনপাথওয়েইমিগ্রেশন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৫৬ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন তাতে। তরুণীর আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন নেটাগরিকেরা। এক জন ক্ষুব্ধ নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘পরের বার ওই মহিলাকে দেখলে ধাক্কা দিয়ে দেবেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘রাস্তায় এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ওই মহিলারই শাস্তি হওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন