Wedding viral

বিবাহবিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ে তরুণের, এক জোড়া অদ্ভুত প্রমাণ নিয়ে বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী! তার পর...

বিবাহবিচ্ছেদ না করেই আবার বিয়ে করতে চলেছেন তাঁর স্বামী। এমনই দাবি তুলে এক বিয়ের অনুষ্ঠানে আচমকাই এসে হইচই বাধিয়ে দেন তরুণী। তরুণীর দাবি শুনে শোরগোল পড়ে যায় বিয়ের আসরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২০:০৯
brawl between a woman and her husband

ছবি: সংগৃহীত।

প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসছিলেন তরুণ। খবর পেয়ে উপযুক্ত প্রমাণসমেত হাজির হলেন প্রথম স্ত্রী। বরবেশী তরুণের সঙ্গে শুরু হল বাগ্‌বিতণ্ডা। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের বাস্তি জেলার ঘটনা। মালাবদলের অনুষ্ঠানের মাঝেই হঠাৎ করে বিয়ের আসরে উপস্থিত হন প্রথম স্ত্রী। তরুণীর দাবি শুনে শোরগোল পড়ে যায় বিয়ের আসরে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী বিয়ের অনুষ্ঠানে আচমকাই এসে হইচই বাধিয়ে দেন। তাঁর দাবি, বিবাহবিচ্ছেদ না করেই আবার বিয়ে করতে চলেছেন তাঁর স্বামী। তরুণী তাঁর সঙ্গে বরবেশী তরুণের কয়েকটি ব্যক্তিগত ছবি প্রমাণ হিসাবে তুলে ধরেন। এমনকি তাঁর স্বামীর কাছে পাঠানো টাকার ইউপিআই স্টেটমেন্টের তালিকা প্রকাশ্যে দেখাতে শুরু করেন। এমনকি তাঁদের বিয়ের কার্ডও সর্বসমক্ষে তুলে ধরেন তরুণী। ভিডিয়োয় দেখানো বিয়ের কার্ড অনুযায়ী, তরুণীর নাম রেশমা। দ্বিতীয় বার বিয়ে করতে আসা তরুণের নাম বিনয়। মঞ্চে উপস্থিত অন্যেরা তরুণীকে থামানোর চেষ্টা করেন। তাতেও কোনও ফল হয়নি। বিষয়টির মীমাংসা করতে পারেননি উপস্থিত অতিথিরা। দাম্পত্য বিবাদটি থানা পর্যন্ত গড়ায় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। দ্বিতীয় বিয়েতে পুলিশ হস্তক্ষেপ করে বিয়ে বন্ধ করে দেয়। পরে বিনয়কে থানায় নিয়ে যাওয়া হয়।

ইনস্টাগ্রামে ‘কিশোরদেও’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিয়োটি ৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োয় ২৭ হাজার নেটাগরিক লাইক করেছেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন, তেমনই অনেকে তরুণের কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘বেচারা কনে নিশ্চয়ই ভাবছে আমার সঙ্গে কী হচ্ছে!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘তরুণের সাহস দেখে অবাক হচ্ছি। একটা বিয়ে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি।’’

Advertisement
আরও পড়ুন