viral video

একা পেয়ে হরিণশাবককে লেজে খেলাল চতুর শিয়াল, টুঁটি টিপে বাগেও আনল! খেলা ঘুরিয়ে দিল মা হরিণ, ভিডিয়ো প্রকাশ্যে

ফাঁকা সবুজ মাঠের মাঝখানে মুখোমুখি হয়েছে একটি শিয়াল ও হরিণশাবক। শিয়ালটি হরিণটিকে ধরার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করে। শাবকটি শিয়ালের চতুরতার সঙ্গে পাল্লা দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৬:৫৬
intense fight between a fox and a fawn

ছবি: সংগৃহীত।

জঙ্গলের সবচেয়ে দুর্বল ও অসহায় প্রাণী বলে ধরা হয় হরিণকে। যে কোনও হিংস্র শিকারির লক্ষ্য হয় হরিণ। আর সেই শিকার হরিণশাবক হলে তো কথাই নেই। সিংহ থেকে শুরু করে বাঘ, চিতাবাঘ এবং অন্যান্য শিকারি প্রাণীরা ওত পেতে থাকে হরিণশাবক শিকারের জন্য। সবচেয়ে চতুর প্রাণী বলে পরিচিত শিয়ালও তাদের বাগে পেলে ছাড়ে না। তেমনই একটি শিকারের দৃশ্যের ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। একা পেয়ে একটি হরিণকে শিকারের চেষ্টা করছে একটি শিয়াল। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা সবুজ মাঠের মাঝখানে মুখোমুখি হয়েছে একটি শিয়াল ও হরিণশাবক। শিয়ালটি হরিণটিকে ধরার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করে। শাবকটি শিয়ালের চতুরতার সঙ্গে পাল্লা দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে যায়। শিয়ালটি চক্রাকারে হরিণশাবকটির চতুর্দিকে ঘুরে ঘুরে তাকে আক্রমণের চেষ্টা করে। বেশ কিছু ক্ষণ ধরে চোর-পুলিশের খেলা চলে। অবশেষে শিয়ালটি কব্জা করে শাবকটিকে। টুঁটি চেপে ধরে ধরাশায়ী করে ফেলে শিকারকে। ওই অবস্থাতেও হাল ছাড়েনি হরিণশাবক। সাহায্যের জন্য চিৎকার করতে থাকে সে। আকুল আর্তি শুনে বনের ভিতর থেকে ছুটে আসে মা হরিণ।

শিকারের ‘অভিভাবক’কে তেড়ে আসতে দেখে শিকার ছেড়ে লেজ তুলে চম্পট দেয় শিকারি শিয়াল। সন্তানকে আক্রমণ করছে দেখে তার দিকে তেড়ে যায় হরিণটি। মা হরিণটি দীর্ঘ ক্ষণ ধরে শিয়ালটিকে লক্ষ করতে থাকে। প্রায় ৬১ সেকেন্ডের ফুটেজটি এখানেই শেষ হয়ে যায়।

ভিডিয়োটি ‘অ্যামেজ়িং সাইটস’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত ১৮ লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ১৯ হাজার লাইক জমা পড়েছে তাতে। নেটাগরিকেরা প্রচুর মন্তব্য পোস্ট করেছেন। এক জন লিখেছেন, ‘‘সন্তানের বিপদ হলে সব সময় মা-ই ছুটে আসেন।’’ আর এক জন লিখেছেন, ‘‘ছোট্ট ছানাটিও যথেষ্ট সাহস দেখিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন