viral video

‘গাড়িতে বোমা ছিল, তাই গাড়ি চুরি করেছি’! চুরি ধরা পড়তেই অম্লানবদনে জানাল চোর, প্রকাশ্যে ভিডিয়ো

একটি গাড়ি চুরির বিষয়ে এক তরুণকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, গাড়িটি তিনি তুলে নিয়ে গিয়েছিলেন, কারণ তাতে বোমা রাখা আছে। জনগণের প্রাণ বাঁচাতেই গাড়িটি নিরাপদ জায়গায় নিয়ে চলে যান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৫:৩৮
thief makes bizarre claim

ছবি: সংগৃহীত।

গাড়ি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার পর বাঁচার জন্য অদ্ভুত যুক্তি দিল চোর। চুরি করার পর ধরা পড়লে সাধারণত চোরেরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তবে এ ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটেছে। গাড়ি চুরির সন্দেহে ধরা পড়ার পরও এক তরুণ আত্মপক্ষ সমর্থনে এমন যুক্তি দিয়েছেন যা শুনে অবাক হয়ে যান প্রশ্নকর্তাও। একটি গাড়ি চুরির বিষয়ে তাঁকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, গাড়িটি তিনি তুলে নিয়ে গিয়েছিলেন, কারণ তাতে বোমা রাখা আছে। জনগণের প্রাণ বাঁচাতেই গাড়িটি নিরাপদ জায়গায় নিয়ে চলে যান তিনি। সেই কথোপকথনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণকে ধরে রেখেছেন এক পুলিশ আধিকারিক। তরুণকে গাড়ি চুরি নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘‘আমি গাড়িটি চুরি করেছি কারণ এতে বোমা আছে। বোমাটি নিষ্ক্রিয় করুন। গাড়ি থামলে বোমা বিস্ফোরণ ঘটবে।’’ উপস্থিত জনতা তাঁকে প্রশ্ন করেন কোন গাড়িতে বোমা রয়েছে, তখন ওই তরুণ একটি গাড়ির নম্বর বলেন। সেটি একটি কালো রঙের হোন্ডা সেডান। এর পর তিনি একটি সরকারি পরিচয়পত্র হাতে তুলে দেখাতে শুরু করেন। ওই তরুণ দাবি করতে থাকেন বিষয়টি নিয়ে তিনি জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে আসছেন। তাঁর পরিচয় জানতে চান উপস্থিত লোকজনেরা। পরিচয় জানার আগেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।

ঘর কা কলেশ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর থেকে তা নেটাগরিকদের নজর কেড়েছে। কয়েক হাজার মানুষ এই অদ্ভুত ভিডিয়োটি দেখেছেন। প্রচুর মজার মজার প্রতিক্রিয়া জমা পড়েছে মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন যে, ‘‘আমি জীবনে অনেক অজুহাত শুনেছি কিন্তু এর থেকে অদ্ভুত কিছু শুনিনি।’’

Advertisement
আরও পড়ুন