Wedding viral

বিয়ের ফোটোশুট নষ্ট, মেজাজ হারিয়ে বালককে চড় মেরে ‘শিক্ষা’ দিলেন বর! ভাইরাল ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় নেটপাড়ায়

বিয়ের অনুষ্ঠানে মাইক নিয়ে অতিথিদের কিছু বলছেন বর। সাদা শেরোয়ানি ও লাল পাগড়ি পরিহিত বরকে অতিথিদের উদ্দেশে বলতে শোনা যায়, আপনারা নিজেদের সন্তানদের নিজের কাছে বসিয়ে রাখুন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১০:৫০
groom is losing temper after children disrupted photoshoot

ছবি: সংগৃহীত।

বিয়ের আসরে ছবি তোলার অনুষ্ঠান চলছে। বর এবং কনেকে একটি সাজানো সোফায় বসানো হয়েছে। বিশেষ ভাবে ছবি তোলার বন্দোবস্ত করা হয়েছে। এরই মাঝে অনুষ্ঠানের তাল কাটল বরের আচরণে। ছবির ফ্রেমে ঢুকে পড়ায় রেগে গিয়ে এক বালককে চড় মারলেন বর। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক্স ও ইনস্টাগ্রামের একাধিক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে মাইক নিয়ে অতিথিদের কিছু বলছেন বর। সাদা শেরোয়ানি ও লাল পাগড়ি পরিহিত বরকে অতিথিদের উদ্দেশে বলতে শোনা যায়, “আপনারা বাচ্চাদের নিজের কাছে বসিয়ে রাখুন। ছবি তোলার অনুষ্ঠান নষ্ট করবেন না। এর জন্য অনেক টাকা খরচ করেছি আমরা।’’ তার পরের দৃশ্যে দেখা যায় বিশেষ ফোটোশুটের মুহূর্তটি। সোফায় বসে থাকা বর-কনের উপর নোটবর্ষণ করা হচ্ছে। ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গে একটি বালক হঠাৎ মঞ্চের দিকে ছুটে আসে। ফ্রেমে ঢুকে পড়ে শুটিংয়ে বিঘ্ন ঘটায়। সেই দৃশ্য দেখে বর বিরক্ত হয়ে পড়েন। বালকটির মাথায় চড় মেরে তাকে সেখান থেকে সরে যেতে বলেন। এর পরই অতিথিদের তাঁদের সন্তানদের নিয়ন্ত্রণে রাখার এবং ব্যয়বহুল ফোটোশুটটি নষ্ট না করার অনুরোধ করেন পাত্র।

‘মিমেক্রিকার’ এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। বরের আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। এক নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য, ‘‘মানুষ যদি অতিথিদের সম্মান করতে না পারে, তা হলে তাঁদের আমন্ত্রণ জানানো উচিত নয়!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অতিথিদের বোঝা উচিত ছিল এটি একটি ব্যয়বহুল ছবির শুটিং। শুধু বিয়েবাড়ি নয়।’’ ভিডিয়োটি দেখে অনেকেই বরের আচরণকে অসম্মানজনক এবং অসংবেদনশীল বলে অভিহিত করেছেন।

Advertisement
আরও পড়ুন