viral video

খাড়া পাহাড়ে ঠেলাঠেলি করে দুর্গ জয়ের হিড়িক, পড়লেই মৃত্যু! ভিডিয়ো দেখে পদপিষ্টের আশঙ্কায় নেটপাড়া

ভিডিয়োয় দেখা গিয়েছে ৩,৬৭৬ ফুট উচ্চতায় অবস্থিত দুর্গে যাওয়ার পথটিতে গিজগিজ করছে মানুষ। যে কোনও সময়েই পদপিষ্ট হয়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৪:২৬
crowd at Harihar Fort in Maharashtra

ছবি: সংগৃহীত।

খাড়া পাহাড়ের মাথায় দুর্গ। সেখানে চড়ার জন্য সংকীর্ণ পথ। সেই পথ দিয়েই কাতারে কাতারে পর্যটক বিপদের ঝুঁকি মাথায় নিয়ে উঠতে চাইছেন সেই দুর্গে। মহারাষ্ট্রের হরিহর দুর্গ। ভারতের বিপজ্জনক ট্রেকিং রুটগুলির মধ্যে অন্যতম। পাথর কেটে তৈরি সিঁড়ি দিয়েই উঠে পৌঁছোতে হয় সেখানে। একচুল এ দিক-ও দিক হলেই ভয়াবহ বিপদের মধ্যে পড়তে হতে পারে ট্রেকারদের। পদে পদে বিপদ সত্ত্বেও অভিযানের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পাহাড়চূড়ায় ওঠার চেষ্টা করেন তাঁরা। এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে ৩,৬৭৬ ফুট উচ্চতায় অবস্থিত দুর্গে যাওয়ার পথটিতে গিজগিজ করছে মানুষ। যে কোনও সময়েই পদপিষ্ট হয়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে।

Advertisement

‘ওক প্যান্ডেমিক’ নামের এক্স হ্যান্ডলে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দর্শনার্থীরা ৬০-৭০ ডিগ্রি খাড়াই কোণে অবস্থিত বিপজ্জনক ২০০ ফুট পাথরের সিঁড়ি বেয়ে উঠছেন। সংকীর্ণ জায়গা এবং পড়ে যাওয়ার ঝুঁকি দেখেও তাঁরা বিচলিত নন। কিছু পর্বতারোহীকে সিঁড়ির প্রান্তে দাঁড়িয়ে বা বসে থাকতে দেখা গিয়েছে। সেখানে নড়াচড়া করার মতো জায়গাও ছিল না বলে দেখা গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘আরও একটি বড় দুর্ঘটনা ঘটতে চলেছে?’’ একে মৃত্যুফাঁদ বলেও উল্লেখ করা হয়েছে ভিডিয়োয়। নাসিকে অবস্থিত হরিহর দুর্গটি খাড়া পাহাড়ের মাথায়। সিঁড়িতে কোনও রেলিংয়ের বন্দোবস্ত নেই।

ভিডিয়ো দেখে দুর্ঘটনার আশঙ্কা করছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি ৯ লক্ষ বার দেখা হয়েছে। সাড়ে সাত হাজারের বেশি মানুষ ভিডিয়োয় লাইক করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘যাঁরা ঘুরতে যাচ্ছেন তাঁদেরই সাধারণ জ্ঞান ব্যবহার করা উচিত। বিপজ্জনক পরিস্থিতি এড়ানো উচিত।’’ আর এক জন লিখেছেন, ‘‘লুকোনো জায়গাগুলি লুকিয়ে রাখাই উচিত। যখন এই সব জায়গা ভাইরাল হয় তখনই ভিড় ও দুর্ঘটনা ঘটে।’’

Advertisement
আরও পড়ুন