viral video

পাখির হল অনেক উঁচুতে ওড়ার শখ, ইন্ডিগোর বিমানে ঢুকে উড়ে বেড়াল ‘শান্তির দূত’! ভিডিয়ো ছড়াতেই হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যাত্রীবোঝাই বিমানের অন্দরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে বেড়াচ্ছে একটি পায়রা। বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে যাত্রীদের মাথার উপর দিয়ে বার বার চক্কর কাটছিল পাখিটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১২:৫৫
indigo flight

ছবি: সংগৃহীত।

বিমানভর্তি যাত্রী। ওড়ার জন্য প্রস্তুত। তারই মধ্যে বিমানে ঢুকে পড়ল এক বিনা টিকিটের ‘যাত্রী’। তাকে ধরতে কালঘাম ছুটল বিমানকর্মীদের। বেঙ্গালুরু থেকে বডোদরাগামী ইন্ডিগোর একটি বিমানে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। উড়ানের ঠিক আগে একটি ‘শান্তির দূত’ বিমানের ভেতরে ঢুকে পড়ে। তার জেরে হুলস্থুল পড়ে যায় যাত্রী ও কর্মীদের মধ্যে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যাত্রীবোঝাই বিমানের অন্দরে এক প্রান্ত থেকে আর প্রান্তে উড়ে বেড়াচ্ছে একটি পায়রা। বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে যাত্রীদের মাথার উপর দিয়ে বার বার চক্কর কাটছিল পাখিটি। যাত্রীদের মধ্যে কেউ কেউ পায়রাটিকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। পায়রাটি কী ভাবে বিমানের ভিতরে ঢুকে পড়ল সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়োয়। যাত্রীদেরই এক জন ঘটনাটির ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘অদ্ভুত এক অতিথি। আনন্দ এবং হাসির মুহূর্ত, উপভোগ করেছি।’’ ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মজার মজার মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে।

‘পারেখকর্ণ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। ৩০ হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। এক নেটাগরিক মজা করে লিখেছেন ‘‘এ বার ইন্ডিগো কার থেকে অতিরিক্ত ওজনের টাকা দাবি করবে?’’ অন্য এক জন লিখেছেন ‘‘পায়রাটি বোর্ডিং পাস পেল কী ভাবে?’’

Advertisement
আরও পড়ুন