viral video

পাঁচ মিনিটে ২০ ফুট উঠল নদীর জল, মাটি ধসে ভেসে গেল আস্ত বাড়ি! ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

মঙ্গলবার নিউ মেক্সিকোর একটি পাহাড়ি শহরে নদীর জল ফুলেফেঁপে উঠে বন্যা দেখা দিয়েছে। সেই বন্যার জলে ভেসে গিয়েছে শহরের একটি বাড়ি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১২:১৬
entire house being swept away due to the heavy flood

ছবি: সংগৃহীত।

কয়েক মিনিটেই নদীর জল ফুলেফেঁপে উঠে গেল প্রায় ২০ ফুট উচ্চতায়। সেই জলে ভেসে তলিয়ে গেল আস্ত একটি বাড়ি। মোচার খোলার মতো ভাসতে ভাসতে বাড়িটি ডুবেও গেল ধীরে ধীরে। আমেরিকার নিউ মেক্সিকোর রুইডাসো গ্রামের ঘটনা। আকস্মিক বন্যার কারণে ছোট্ট শহরটি জলমগ্ন। মাটি ধসে বড় বাড়িটিকে এক লহমায় টেনে ভাসিয়ে নিয়ে গেল নদীর জলের তোড়। ভয়াল সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ভিডিয়োটি ‘ম্যাট ভান্‌সওল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল এই ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন এক শিল্পী ক্যাটলিন কার্পেন্টার। তিনিও সেই ভয়াবহ দুর্যোগের সময় নদীর ধারের একটি সংস্থায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে তাঁর মতো আরও ৫০ জন আটকে পড়েছিলেন। ভেসে যাওয়া বাড়িটি তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর পরিবারের বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত এই ছোট্ট পাহাড়ি শহরে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছিল প্রশাসন। আকস্মিক বন্যার কারণে গ্রামের কিছু অংশে মানুষ আটকা পড়ে রয়েছেন। এখনও পর্যন্ত কোনও আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। সংবাদসংস্থা এপি জানিয়েছে, কমপক্ষে ৮৫টি উদ্ধার অভিযান চালানো হয়েছে। বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে।

রুইডাসোর মতো একই অবস্থা টেক্সাসেরও। টেক্সাসের ভয়াবহ বন্যায় কমপক্ষে ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রুইডোসোতে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। রুইডোসোর মেয়র লিন ক্রফোর্ড জানিয়েছেন, বন্যায় ভেসে যাওয়া বা ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে গ্যাস লিক হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রতিবেশী টেক্সাসের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বন্যার কারণে সেখানে ১৬০ জনেরও বেশি বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

Advertisement
আরও পড়ুন