viral video

স্টেশনের ট্যাঙ্ক থেকে বোতলে জল ভরে ট্রেনে নকল ‘মিনারেল ওয়াটার’ বিক্রি! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল নেটমাধ্যমে

ভিডিয়োয় ধরা পড়েছে এক বিক্রেতা স্টেশনের ট্যাঙ্ক থেকে জল ভরছেন ‘ব্র্যান্ডেড মিনারেল ওয়াটার’-এর বোতলে। একের পর এক বোতলে সেই জল ভরে ছিপি এঁটে রাখছেন একটি প্যাকেটে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১১:৪৭
man allegedly selling fake mineral water

ছবি: সংগৃহীত।

স্টেশন চত্বরে থাকা জলের ট্যাঙ্ক থেকে বোতলে জল ভরে ‘মিনারেল ওয়াটার’ বলে বিক্রি করতে দেখা গেল এক বিক্রেতাকে। উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের (সাবেক মোগলসরাই) একটি ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে নেটমাধ্যমে। ভিডিয়োটি দেখার পর রেলসফরকালে যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি প্ল্যাটফর্মের ট্যাঙ্ক থেকে জল ভরছেন ‘ব্র্যান্ডেড মিনারেল ওয়াটার’-এর বোতলে। একের পর এক বোতলে সেই জল ভরে ছিপি এঁটে রাখছেন একটি প্যাকেটে। পরে সেই জল মাথায় করে নিয়ে রেলের কামরায় বিক্রি করতে নিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। জলের ট্যাঙ্কটির আশপাশে জমে রয়েছে নোংরা জল ও ময়লার পাত্র। সেই ট্যাঙ্কের কল থেকে সরাসরি খালি মিনারেল ওয়াটারের বোতল ভরে জল ভরতে দেখা গিয়েছে জল বিক্রেতাকে। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে। এক যাত্রী মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করছেন তা বুঝতে পেরে বিক্রেতা দ্রুত বোতলের পুরো বান্ডিলটি মাথায় তুলে নিয়ে কাছাকাছি একটি যাত্রিবাহী ট্রেনের দিকে ছুটে যান। সেখানেই সম্ভবত নকল জলের বোতলগুলিকে ‘মিনারেল ওয়াটার’ হিসাবে বিক্রি করবেন তিনি।

ভিডিয়োটি ‘ইন্ডিয়ারিক্যাপ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে নেটমাধ্যমে। সমাজমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে ভিডিয়োটি। নেটাগরিকদের দাবি, এই ধরনের বিক্রেতা মুনাফার জন্য যাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবেও দেখেন না। এঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

Advertisement
আরও পড়ুন