viral video

বাসে উঠে তাণ্ডব চালিয়ে আক্রোশ মেটাল চতুষ্পদ! বরাতজোরে রক্ষা কন্ডাক্টর, চালকের, ভাইরাল ভিডিয়ো

বাসের ভিতরে ছিলেন বাসচালক ও কন্ডাক্টর। তাঁরা কোনও রকমে খ্যাপা ষাঁড়ের আক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে বাসের ভিতর থেকে বেরিয়ে আসেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪২
A viral video shows a bull suddenly entering a bus, creating chaos inside in Jaipur

ছবি: সংগৃহীত।

বাসে উঠে ভাঙচুর চালিয়ে গায়ের ঝাল মেটাল এক চতুষ্পদী। জয়পুরের একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ষাঁড় হঠাৎ একটি বাসে ঢুকে পড়েছে। এর ফলে বাসের ভিতরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পথ ভুলে প্রাণীটি হঠাৎ করেই বাসের দরজা দিয়ে ঢুকে পড়ে। সেখানে আটকে গিয়ে বাসের ভিতরে ভাঙচুর চালায় ষাঁড়টি। এক জন প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ষাঁড়টি বাসস্টপে দাঁড়ানো বাসের ভিতর ঢুকে উন্মত্তভাবে জানলার কাচ ভাঙছে। সেই সময় বাসের ভিতরে ছিলেন বাসচালক ও কন্ডাক্টর। তাঁরা কোনও রকমে খ্যাপা ষাঁড়ের আক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে বাসের ভিতর থেকে বেরিয়ে আসেন। ঘটনাটি ঘটেছিল ১০ ফেব্রুয়ারি রাতে। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমে জানান, বাসে ওঠার আগে ষাঁড়টি অন্য একটি ষাঁড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লড়াই থামার পর ষাঁড়টি বাসের ভিতরে উঠে আক্রোশ মেটাতে তাণ্ডব চালায় বাসের মধ্যে।

সৌভাগ্যবশত, ঘটনার সময় কেবল চালক এবং কন্ডাক্টর বাসের ভেতরে ছিলেন। কোনও যাত্রী ছিলেন না বাসে। কপালজোরেই দু’জন রক্ষা পেয়েছেন। হেট ডিটেক্টর নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। মন্তব্য বিভাগে মজা করে এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘সরকারি বাসে চেকিং করতে উঠেছে।’’ অন্য জন লিখেছেন, ‘‘নিশ্চয়ই বাসে কেউ লাল কাপড় পরেছিলেন।’’

Advertisement
আরও পড়ুন