viral video

বিয়ের আসরে নাচতে নাচতে মঞ্চেই লুটিয়ে পড়লেন তরুণী! জমজমাট অনুষ্ঠানে হঠাৎ শোকের ছায়া, প্রকাশ্যে ভিডিয়ো

আমন্ত্রিত মহিলাদের সঙ্গে মঞ্চে লাইভ গানের তালে নাচছিলেন জিভা নামের ওই তরুণী। নাচতে নাচতে লুটিয়ে পড়লেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৮:২৪
A woman collapsed while dancing on stage during a wedding reception

ছবি: সংগৃহীত।

বিয়ের অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলেন আমন্ত্রিত অতিথিরা। আবার বিয়েবাড়িতে নাচতে নাচতে মৃত্যুর ঘটনা। বিয়ের মঞ্চে নাচতে নাচতে লুটিয়ে পড়লেন এক মহিলা। প্রথমে অজ্ঞান হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কাঞ্চিপুরমের বাসিন্দা ওই মহিলার নাম জিভা। বয়স ৪৫। তিনি তাঁর স্বামীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বিয়ের আনন্দের মুহূর্ত উদ্‌যাপন করার জন্য অনেকেই মঞ্চে উঠে নাচছিলেন। সেই দলে ছিলেন জিভাও। নাচতে নাচতে মঞ্চে পড়ে যাওয়ার মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মামল্লাপুরমে একটি বিয়ের অনুষ্ঠানে জিভা অন্যান্য আমন্ত্রিত মহিলার সঙ্গে মঞ্চে লাইভ গানের তালে নাচছিলেন। আচমকাই তিনি মঞ্চে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান বলে জানা গিয়েছে। জিভাকে শীঘ্রই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিয়ের আনন্দ অনুষ্ঠানে। জিভার স্বামী চেন্নাইয়ের খ্যাতনামী ব্যবসায়ী। এই দম্পতির দুই সন্তান রয়েছে। কেন এই ভাবে জিভার মৃত্যু হল সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

হৃদয়বিদারক এই ভিডিয়োটি স্থানীয় একটি সংবাদমাধ্যম ‘পিটিটিভিনিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে বহু নেটাগরিকই শিউরে উঠেছেন। এর আগেও মধ্যপ্রদেশের বিদিশাতে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ইনদওরের বাসিন্দা পরিণীতা জৈন। কখনও জিম করতে গিয়ে, কখনও নাচতে গিয়ে, কখনও আবার কথা বলতে বলতেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। এই নিয়ে সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটাগরিকই।

Advertisement
আরও পড়ুন